চেলসির দায়িত্ব নিতে সম্মত লিয়াম রোজেনিয়র
প্রকাশিত : ২১:০১, ৬ জানুয়ারি ২০২৬
নতুন কোচ হিসেবে লিয়াম রোজেনিয়রকে ছয় বছরের চুক্তিতে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে চেলসি। তিনি এনজো মারেস্কার স্থলাভিষিক্ত হচ্ছেন।
চেলসির সঙ্গে রোজেনিয়রের সাড়ে ছয় বছরের চুক্তি হয়েছে। অর্থাৎ ২০৩২ সাল পর্যন্ত লন্ডনের ক্লাবটির হেড কোচের দায়িত্ব পেয়েছেন। কোচ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পূর্ণ মনোযোগ স্ট্রাসবার্গে ছিল। কিন্তু আজ আমাকে বিশ্বের অন্যতম বড় ক্লাব চেলসিকে কোচিং করানোর অনুমতি দেওয়া হয়েছে। এই ক্লাব নিয়ে কথা বলতে পারা আমার জন্য সম্মানের।’
রোজেনিয়র ফুটবল ক্যারিয়ারে লেফট ব্যাক ফুলহাম, হালসিটি এবং ব্রাইটন এন্ড হোব আলবিয়নের মতো ক্লাবে খেলেছেন। ইংল্যান্ড জাতীয় দলে খেলার অভিজ্ঞতা না থাকলেও শীর্ষ পর্যায়ের লিগে প্রায় সাড়ে চারশ ম্যাচ খেলেছেন তিনি।
খেলা ছেড়ে ৪১ বছর বয়সী রোজেনিয়র ২০২২ সালে হালসিটির হেড কোচের দায়িত্ব নেন। সেখানে দুই বছর দায়িত্ব পালনের পর স্ট্রাসবার্গের ডাগআউটে দাঁড়ান। ক্লাবটিতে দেড় বছর দায়িত্ব পালন করেছেন তিনি। কোচ হওয়ার সময় স্ট্রাসবার্গ লিগে ১৩তম অবস্থানে শেষ করে। তার অধীনে গত মৌসুমে স্ট্রাসবার্গ টেবিলে ৭ এ ছিল। চলতি মৌসুমে ১৭ লিগ ম্যাচ খেলে টেবিলে ৭ এ আছে ফ্রান্সের ক্লাবটি। তবে শেষ পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি রোজেনিয়রের স্ট্রাসবার্গ।
এমআর//










