ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ভেজালমুক্ত খাদ্য উপকরণ চাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ২০ অক্টোবর ২০২০ | আপডেট: ১৭:৩৮, ২০ অক্টোবর ২০২০

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে ভেজালমুক্ত খাদ্য উপকরণ নিশ্চিত করতে হবে আগে। রাজধানীতে রন্ধনশিল্পী দিবস ২০২০ এর র‍্যালিতে এই দাবী তুলেছেন দেশের রন্ধন শিল্পীরা। 

আজ মঙ্গলবার বিশ্ব জুড়ে আয়োজিত ইন্টারন্যাশনাল শেফস ডে টুয়েন্টি টুয়েন্টির সমান্তরালে বাংলাদেশেও উদযাপন হচ্ছে রন্ধনশিল্পী দিবস-২০২০। দেশের প্রথম ফুড ম্যাগাজিন স্বাদকাহন এবং ফুড সেক্টর নিউজলেটার ফুডজগত-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো উদযাপন হচ্ছে এই দিবস।

এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শেফদের র‍্যালি রাজপথ প্রদক্ষীণ করে। র‍্যালির শুরুতে সংক্ষিপ্ত বক্তৃতায় সিনিয়র শেফ দিল আফরোজ সাইয়েদা বলেন, "ভেজালমুক্ত খাদ্য উপকরণ চাই" একটি জাতীয় স্লোগান ও আন্দোলন। সরকার ও সমাজের সবাই মিলেই একে সফল করতে হবে। 

এ সময় আরো বক্তব্য রাখেন- রুপচাঁদা জাতীয় রেসিপি প্রতিযোগিতার জাতীয় শেফ নাজিয়া ফারহানা শান্তা এবং বিভিন্ন পাঁচতারকা হোটেলে অভিজ্ঞ ও বর্তমানে ফুডপান্ডা’র রেসিপি গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান শেফ মইনুল হক।

ভেজালমুক্ত রন্ধন উপকরণ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবী জানান রন্ধন শিল্পীরা।

এসএ/এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি