ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

গণধর্ষণের বিচার চাইলেন রায়না-কোহলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৪, ৩০ সেপ্টেম্বর ২০২০

দুই সপ্তাহ আগে ভারতের উত্তর প্রদেশে হাথরাস অঞ্চলে গণধর্ষণের শিকার হন ১৯ বছর বয়সী এক তরুণী। টানা ১৪ দিনের লড়াই শেষে মৃত্যু হয় ওই নির্যাতিতার। এমন পৈশাচিক ঘটনায় তরুণীর মৃত্যুর মানতে পারছেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও সাবেক খেলোয়াড় সুরেশ রায়না।

দোষীদের বিচার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করেছেন সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের ত্রয়োদশ আসর নিয়ে ব্যস্ত থাকা বিরাট কোহলি। তিনি লিখেছেন, ‘হাথরাসে যা ঘটেছে তা অমানবিক এবং বর্বরতাকেও হার মানায়। আশা করি, এই জঘন্য অপকর্মের হোতাদের বিচারের আওতায় আনা হবে।’

নির্যাতিতা মেয়েটির নাম ছিল মনীষা বাল্মীকি। হ্যাশট্যাগ মনীষা বাল্মীকি লিখে এমন পোস্ট করেন কোহলি।

বিষয়টি নিয়ে টুইট করেছেন ভারতের সাবেক বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়নাও। তিনি লিখেছেন, ‘এমন খবর শুনে ব্যথিত। গণধর্ষণের কিছুদিন পর মেয়েটির মৃত্যু হলো। এটি মেনে নেয়া কঠিন। দোষীদের বিপক্ষে আমাদের কঠোর পদক্ষেপ নেয়া দরকার। এটি এখনই বন্ধ করা দরকার, আমাদের নারীরা বাইরে যাবার অধিকার রাখে।’

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি