ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪১, ১৫ জুন ২০২০

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার বিকেলে চর রামখানা এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের চর রামখানা এলাকায় দুই শিশু জান্নাতুল (১১) ও খাদিজা (১২) ঐদিন বিকেলে ব্রক্ষপুত্র নদে গোসল করতে নামে। এসময় নদীর প্রবল স্রোতে দুই শিশু ভেসে যাওয়ায় সময় ঘাটে থাকা জান্নাতুলের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে জান্নাতুল জানায় তার সঙ্গে খাদিজাও ছিল।

এরপর খাদিজার পরিবারের লোকজনসহ এলাকাবাসী চেষ্টা করেও শিশুটিকে খুঁজে না পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে খাদিজাকে উদ্ধারে ব্যর্থ হয়ে রংপুরের ডুবুরি দলকে ডেকে পাঠান। 

উলিপুর থানার এস আই আতিকুর রহমান জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ খাদিজা ওই এলাকার জয়নাল আবেদীনের কন্যা।  

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার নাজমুল হাসান জানান, রংপুরের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি