ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

নবাবগঞ্জে দুস্থ ও প্রতিবন্ধীদের সহায়তা 

দেহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৩, ১৫ জুন ২০২০

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৫০ জন দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে নগদ ১ হাজার টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব বিতরণ করা হয়।

উপজেলা সমাজ সেবা অধিদপ্তর থেকে প্রত্যেককে নগদ ১ হাজার টাকা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পক্ষ থেকে চাল, ডাল, তেল, লবন ও সাবান সহায়তা প্রদাণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলাম ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত থেকে এ সব সহায়তা প্রদান করেন।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি