মাস্ক ব্যবহার না করায় ১৩ জনের জরিমানা
প্রকাশিত : ১৭:৫৫, ১৬ জুন ২০২০

মাস্ক ব্যবহার না করায় পটুয়াখালীর বাউফলে ১৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পৌর সদরের ২,৪ ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আজ মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা জাকির হোসেন। এসময় বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান তার সঙ্গে ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,স্বাস্থ্য বিধি না মেনে মাস্কবিহীন রাস্তায় চলাচলের কারণে ১৩ জনকে মোট ৩ হাজার ৯শ’টাকা জরিমানা করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে চলতে সচেতন করা হচ্ছে সবাইকে।
কেআই/
আরও পড়ুন