ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

কলারোয়ায় `আম্পান` ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩৬, ২২ জুন ২০২০

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ার চন্দনপুর ও সোনাবাড়ীয়া দুটি ইউনিয়নে  সুপার সাইক্লোন 'আম্পানে ক্ষতিগ্রস্ত ৫১ পরিবারের মাঝে প্রথম কোটায়  সোমাবার  দুপুরে ইউনিয়ন পরিষদের নিজস্ব কার্যালয় চত্বরে ১ বান করে ঢেউটিন  বিতরণ করা হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নবাগত নির্বাহী অফিসার  মৌসুমী জেরীন কান্তা। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ভার্জিনিয়া, ইউএসএ ফাউন্ডেশনের পিএম মাহাবুর রহমান, সার্বিক সহযোগিতায় যশোর নতুনহাট কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজীর হেলাল, খুলনা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, সমাজ সেবক হারুন-অর-রশিদ, কলারোয়া প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক পরিষদের কর্মকর্তা  ফারুক রাজ, ইউনিয়ন পরিষদের সচিব আমিনুর রহমান, ইউপি সদস্য ওলিয়ার রহমান, শাহাদাৎ হোসেন, আব্দুস ছালাম, হাসান মাসুদ পলাশ, আব্দুল হামিদ, নজরুল ইসলাম, কামাল হোসেন লাভলু, জাহানার খাতুন, গফুরন খাতুন ও মাজেদা খাতুন প্রমুখ।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি