ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

টেকনাফ সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ২৩ জুন ২০২০

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সমুদ্র সৈকতে বিশাল আকৃতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে। সোমবার (২২ জুন) সকালে সৈকতের বালিয়াড়ির তীরে  ঢেউয়ের তোড়ে ভেসে আসা ডলফিনটি হাম্পব্যাক প্রজাতির বলে জানিয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট কর্তৃপক্ষ।

জানা যায়, শনিবার (২০ জুন) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম-পাড়া সৈকতে একটি বিশাল আকৃতির মাছকে ঢেউয়ের সঙ্গে তীরে আসা-যাওয়া দেখার একদিন পর সোমবার সকালে ডলফিনটির মরদেহ তীরে ভেসে আসে। সৈকত তীরে বসানো ব্লক কংক্রিটে ডলফিনটি আঘাত পেয়ে রক্তাক্ত হচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয় জেলে ও প্রত্যক্ষদর্শীরা। 

মৃত ভেসে আসা প্রাণীটি সম্পর্কে বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট কক্সবাজার কার্যালয়ের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. এহসানুল করিম বলেন, এটি ইন্দো-প্যাসিফিক বোতল নাক (হাম্পব্যাক) ডলফিন নামে পরিচিত। এই প্রজাতিগুলো দলবদ্ধ হয়ে চলাফেরা করে থাকে। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে দলছুট হয়ে ডলফিনটি টেকনাফের কাছাকাছি এসেছে এবং আঘাত পেয়ে মারা গেছে। 

তিনি আরও বলেন, প্রায় ১০ ফুট লম্ব ডলফিনটির ওজন ১৬০ কেজি থেকে ২০০ কেজি হতে পারে। মূলত এগুলো ভারত এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্রান্তীয় অঞ্চলে পাওয়া যায়। তবে বেশিরভাগ সাধারণ ডলফিনের চেয়ে এই ডলফিনগুলো অগভীর ও উপকূলীয় পানি বেশি পছন্দ করে। ফলে এই ডলফিনগুলো আশপাশের অঞ্চলে দেখা অস্বাভাবিক কিছু নয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি