ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

রাজবাড়ীতে আ’লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপন 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২২, ২৩ জুন ২০২০

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যেদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী, জাতীয় চার নেতা ও করোনায় মারা যাওয়া ব্যক্তিসহ সমগ্র জাতির জন্য দোয়া করা হয়।

পরে রাজবাড়ী কেন্দ্রিয় শহীদ মিনার, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়, টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়সহ শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গীর্জায় গাছের চারা রোপন করেন দলীয় নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহসভাপতি ফকির আব্দুল জব্বারসহ জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি