ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

পদ্মায় ভেলায় ভেসে এলো নারীর লাশ 

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:১৩, ২৬ জুন ২০২০ | আপডেট: ১৮:৫৬, ২৬ জুন ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহীর গোদাগাড়ীর পদ্মায় কলার ভেলায় ভেসে এসেছে এক অজ্ঞাত নারীর লাশ। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি ভেলাতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম জানান, ‘লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাশ ঘরে রাখা হয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। লাশের এখনও পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি