ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ২৮ জুন ২০২০ | আপডেট: ১২:৫০, ২৮ জুন ২০২০

খাগড়াছড়ি’র মানচিত্র

খাগড়াছড়ি’র মানচিত্র

Ekushey Television Ltd.

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকাল ৮টা নাগাদ উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম হাজাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ধর্মজয় ত্রিপুরা (২৮)। তিনি হাজাপাড়া গ্রামের সুখীচরণ ত্রিপুরার ছেলে। 

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ধর্মজয় ত্রিপুরাকে হত্যা করেছে।

হত্যা বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধর্মজয় ত্রিপুরা নামে এক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে সংবাদ পেয়েছি। ঘটনাস্থল দুর্গম হওয়ায় সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত বিস্তারিত আর কিছুই জানানো সম্ভব নয়।’ 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে বলেও উল্লেখ করেন এ পুলিশ কর্মকর্তা।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি