ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

কুমেকে একদিনেই ৬ জনের মৃত্যু 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩২, ২৮ জুন ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানি এ তথ্য নিশ্চিত করেন।  

মৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার রাহেলা বেগম, মোস্তফা, নাছিমা বেগম, ফরিদ উদ্দিন, মোসলেম মিয়া এবং চাঁদপুরের মোতাহের হোসেন। 

ডা. মুক্তা রানি জানান, ‘মৃতরা সবাই জ্বর, সর্দি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।’ 

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন ২১ জনসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছে ১০৩ জন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২৫ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি