ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

জীবননগরে ট্রাকভর্তি সরকারি চাল জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১২, ১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার জীবননগর থানার দেহাটি গ্রামের পিয়াস ব্রিক্সের কাছে থেকে এক ট্রাক সরকারি চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার  রাত সাড় ১১টার দিকে পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা এই চাল জব্দ করেন। চালবোঝাই ট্রাকটি রাতেই চুয়াডাঙ্গা পুলিশ লাইনে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে জীবননগর উপজেলার দেহাটি দিয়ে সরকারি খাদ্য অধিদফতরের এক ট্রাক চাল পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তেল পাম্পের সামনে থেমে থাকা একটি ট্রাক আটক করে। তবে সেখানে ট্রাকের চালক ও সহকারী ছিল না। ট্রাকে রাখা ছিল কাবিখার চাল। সরকারি চাল হওয়ায় ট্রাকসহ চাল আটক করা হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে আদুলবাড়ীয়া দেহাটি পিয়াস ফিলিং স্টেশনের সামনে থেকে আনুমানিক ২২ টন চাউল ভর্তি একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৭১৮) আটক করে। তবে ওই ট্রাকের হেলপার-ড্রাইভার পালিয়ে গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, চাউলগুলি কাবিখার প্রকল্পের। তারপরেও বিষটি তদন্ত করা হচ্ছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি