ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

আশুগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩১, ২ জুলাই ২০২০ | আপডেট: ১৭:৪৭, ২ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলা খড়িয়ালা গ্রামের নিজ বাড়ি থেকে ইসরাইল মিয়ার মেয়ে মারিয়া আক্তারের (১৪) মরদেহটি উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মারিয়া স্থানীয় বইগর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। 

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান,বুধবার রাত সাড়ে ৯টায় বসতঘর থেকে বের হয় মারিয়া। পরে রাত ১১টায় বাবা ইসরাইল মিয়া পাশে গোয়াল ঘরে গিয়ে মারিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে রাতেই ঘটনাস্থলে পৌছে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, কি কারণে মৃত্যু হয়ে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর নিশ্চিত করে বলা যাবে। এ ঘটনায় নিহতের পিতা ইসমাইল মিয়ার একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি