ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

নিখোঁজের ২ দিন পর হাওর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার 

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৫, ১৭ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের হাওর এলাকা থেকে নিখোঁজের দুইদিন পর রাসেল আহমদ নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার সকালে নৌকা নিয়ে কাদিপুরের আমতৈলের হাওর এলাকায় কয়েকজন কৃষক ঘাস কাটকে গেলে রাসেলের লাশ দেখতে পান। পরে তার পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে দুপুরে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, বুধবার রাত (১৫ জুলাই) ১০টার দিকে একটি ফোন পেয়ে বাড়ী থেকে বের হয়ে পাশের একটি কালবার্টের উপরে বসে সিগারেট খাচ্ছিল রাসেল। এর পরে আর বাড়ি ফিরে আসেনি। এব্যাপারে পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদোস হাসান জানান, এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত রহস্য জানা যাবে। 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি