ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

কর্মহীনদের ঈদ উপহার দিলো রসুলপুর মানব কল্যাণ যুব সংঘ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২০, ২৫ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

“ঈদ আনন্দ হউক সবার”এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় রসুলপুর মানব কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

শনিবার বিকেলে নবীনগরের রসুলপুর গ্রামে মুফতী আশরাফুল ইসলাম বিল্লালের তত্বাবধানে এক'শ পরিবারের মাঝে সেমাই, চিনি, নারিকেল, দুধ, নুডলস ও পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন, রসুলপুর গ্রামের সাবেক চেয়ারম্যান নোয়াব মোল্লা, গ্রামের শালিসকারক মো. রমজান মোল্লা, হাজী কুদ্দুস মিয়া, আবুল খায়ের, মো. জয়নাল আবেদীন এবং সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. জাফর মোল্লা, মো. আবু সাঈদ মোল্লা, মো. ইকরাম মোল্লা, মো. মোবারক উল্লাহ, মো. কিবরিয়া প্রমুখ। 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী যুবক ও স্থানীয়দের সহযাগিতায় রসুলপুর গ্রামের প্রকৃত কর্মহীন পরিবারদের তালিকা করে তাদেরকে ঈদ সামগ্রী দেয়া হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
কেআই/  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি