ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

বন্ধুকে মারধরের ঘটনায় জিডি, ব্যাখ্যা দিলেন তাসকিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ২৮ জুলাই ২০২৫ | আপডেট: ১৭:৪১, ২৮ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

নিজের এক বন্ধুকে ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। 

গতকাল রোববার (২৭ জুলাই) মিরপুর-১ এ ঘটনাটি ঘটে। পরে মিরপুর মডেল থানায় রাতেই অভিযোগ দায়ের করা হয়।

এই ঘটনার সংবাদ প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার জন্ম দেয়। এর প্রেক্ষিতে  জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ সোমবার (২৮ জুলাই) একটি ফেসবুক পোস্টে  ঘটনার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। 

একুশে টেলিভিশনের অনলাইন পাঠকদের জন্য তাসকিন আহমেদের পোস্টটি হুবুহু তুলে দেয়া হলো-

তারকিন আহমেদ পোস্টে লিখেছেন,

সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না:

আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজববে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোন ভাবে এমনটা হওয়ার কথা নয় । শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। ((মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত))

আশা করি সত্য এর সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না।

এদিকে জিডিতে অভিযোগকারী সিফাতুর রহমান সৌরভ দাবি করেন, তাসকিন আহমেদ তাকে ফোনে ডেকে নিয়ে গিয়ে মারধর করেন। 

অভিযোগ অনুযায়ী, সৌরভকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি তাকে হুমকিও দেন এই জাতীয় দলের পেসার।

জানা গেছে, ভুক্তভোগী সৌরভের সঙ্গে তাসকিনের আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

উল্লেখ্য, তাসকিন আহমেদ সম্প্রতি বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন। ম্যাচটি অনুষ্ঠিত হয় ২৪ জুলাই, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

তাসকিনের মতো জাতীয় দলের একজন পরিচিত মুখের বিরুদ্ধে এমন অভিযোগ উঠায় বিস্মিত ক্রিকেট অঙ্গনের অনেকে। তদন্তের অগ্রগতি ও সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা না গেলেও, ঘটনাটি ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি