ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫

পহেলা বৈশাখে স্বতস্ফুর্ত অংশগ্রহণ সাম্প্রদায়িক গোষ্ঠীর জন্য বারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩২, ১৪ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

পহেলা বৈশাখে মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ সাম্প্রদায়িক গোষ্ঠীর জন্য বারতা বলে মন্তব্য করেছেন, পুলিশের মহাপরিদর্শক শহিদুল হক।
বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ কন্ট্রল ছাউনিতে প্রেস ব্রিফিং-এ তিনি এ মন্তব্য করেন। জণগনের দায়িত্বশীল আচরণ ও সহযোগীতার কারণে দেশে কোথাও কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। এবারই প্রথম সারা দেশে মঙ্গল শোভাযাত্রা হয়েছে দাবি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে ভালো বলে মন্তব্য করেন আইজিপি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি