ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

সরাইলে বন্যায় পানিবন্দী পরিবারে খাদ্য সহায়তা 

নারায়ন চক্রবর্ত্তী, সরাইল

প্রকাশিত : ২১:১৯, ২৭ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ পানিবন্দি ৪০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম. মোসা। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকে হায়াত উদ-দৌলা খাঁনের নির্দেশনায় অফিসারদের সমন্বিত তহবিল থেকে সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নৌকা যোগে এ খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মোসা জানান,বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্থ উপজেলার অরুয়াইল ইউনিয়নের ২৫ পরিবার ও পাকশিমুল ইউনিয়নের ১৫ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে খাদ্য সহায়তা আসলে আবারও বিতরণ করা হবে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি