ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

সরাইলে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান 

নারায়ন চক্রবর্ত্তী, সরাইল

প্রকাশিত : ২২:৩০, ২৩ জুলাই ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ২৪ পরিবারের মাঝে নগদ ৩ লাখ টাকা ও ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে পানিশ্বর ইউনিয়নের বিটঘর ভূমি অফিস প্রাঙ্গণে আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী চাল, ডাল, চিনি, তেল, সাবান ও সেমাই বিতরণ করা হয়। 

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. রুহুল আমিন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু নাইম মৃধা,পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. দ্বীন ইসলাম উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে এ সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সরাইল উপজেলা সমাজ সেবা অফিস সূত্রে জানা গেছে, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
কেআই/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি