ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

গাংনীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৯, ২ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

মেহেরপুরের গাংনীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বামুন্দী পশুহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বজ্রপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে মকবুল হোসেন (২৯) ও তার বন্ধু চরগোয়ালগ্রামের আওয়াল হুজুরের ছেলে আক্তারুজ্জামান (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মকবুল হোসেন ও আক্তারুজ্জামান চরগোয়ালগ্রাম থেকে মোটরসাইকেল যোগে বামুন্দী আসার পথে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ দু’জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের দ্রুত একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নিহত দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে ঢাকায় বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরি করতো। এর মধ্যে আক্তারুজ্জামান বিসিএস পরীক্ষা দিয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা। অপরজন মকবুল হোসেন একটি বেসরকারী টেলিভিশন শিক্ষানবিশ হিসাবে কর্মরত বলেও জানান তারা। 

গাংনী থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, ঘাতক ট্রাক ড্রাইভার পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি আটক করেছে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি