জাবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
প্রকাশিত : ১৬:২৪, ২ আগস্ট ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের চার তলা থেকে পরে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন কেন্দ্রীয় লাইব্রেরির চতুর্থ তলা থেকে আরিফুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিক নিচে পরে গুরুতর আহত হন। প্রথমে তাকে ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্রে ও পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাভারের এনাম হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত আরিফের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়।
বতর্মানে নির্মাণ কাজ বন্ধ থাকার পরও এ ধরনের ঘটনা ঘটায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ শফিকুল ইসলামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটি আগামী ৫ কর্মদিবসের মধ্যে এ ব্যাপারে তাদের রিপোর্ট পেশ করবে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোহাম্মদ কামরুল আহসান শোক ও দুঃখ প্রকাশ করেছেন বলে জানানো হয়েছে।
এএইচ
আরও পড়ুন