ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় করিমন চালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৫, ৯ আগস্ট ২০২০ | আপডেট: ২১:৩২, ৯ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ডে ইউনিক পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে সোহাগ (২৮) নামের এক করিমন চালক নিহত হয়েছে। নিহত সোহাগ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুশোডাঙ্গা গ্রামের আলাউদ্দিনের ছেলে। রোববার বেলা ১১টায় টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে নিহত সোহাগ নিজের করিমনের ইঞ্জিন নষ্ট হলে রাস্তার পাশে দাঁড়িয়ে ইঞ্জিন মেরামত করছিল। এসময় জীবননগর থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস করিমন চালক সোহাগকে চাপা দিলে সোহাগ গুরুতর আহত হয়। আহত সোহাগকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাববুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করা গেলেও বাসের ড্রাইভার পালিয়ে গেছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি