ঢাকা, রবিবার   ১০ আগস্ট ২০২৫

চুয়াডাঙ্গায় উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৫, ১০ আগস্ট ২০২০ | আপডেট: ১৫:০২, ১০ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে হালিমা খাতুন (৭০) ও শামিম হোসেন (২৮) নামের দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে হালিমা খাতুন আজ সকাল সাড়ে ১০টার দিকে শামিম চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির জানান, ‘চুয়াডাঙ্গা জেলা শহরের মুন্সিপাড়ার মৃত দাউদ হোসেনর স্ত্রী হালিমা খাতুন ও জেলার দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের আ. রশিদের ছেলে শামিম হোসেন বেশ কয়েকদিন ধরে সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন।’

তিনি জানান, ‘হালিমা খাতুনের গতকাল দুপুর সাড়ে ১২টায় শ্বাসকষ্ট বাড়লে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। সোমবার রাত ১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরদিকে, শামিম হোসেনের শ্বাসকষ্ট বাড়লে  সকাল ১০টায় তার পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু ভর্তির আধাঘন্টা পরেই তিনি মারা যান।’

তাদের নমুনা সংগ্রহ করো হয়েছে। পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করা হবে। স্বাস্থ্যবিধি মেনেই তার মৃতদেহ দাফনের বিষয়টিও নিশ্চিত করা হবে বলে জানান এই চিকিৎসক। 

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি