ঢাকা, শনিবার   ১৬ আগস্ট ২০২৫

চট্টগ্রামের আন্ত:ব্যাটালিয়ন শ্যুটিং প্রতিযোগিতা সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ২৭ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৮:৫৪, ২৭ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

বর্ডার গার্ড বাংলাদেশ দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্টগ্রামের আন্ত:ব্যাটালিয়ন শ্যুটিং প্রতিযোগিতা শেষ হয়েছে। গত ২৩ এপ্রিল খাগড়াছড়িতে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।
খাগড়াছড়ি ৩২ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতায় ২০টি ব্যাটালিয়নের ১৬০ জন শ্যুটার অংশ নেন। প্রতিযোগিতায় ৯৪ পয়েন্ট পেয়ে রাঙ্গামাটির বরকলের ২২ ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন এবং ৮৭ পয়েন্ট পেয়ে খাগড়াছড়ি ৩২ ব্যাটালিয়ন রানার্স আপ হয়। এছাড়া, ১৫ পয়েন্ট পেয়ে বরকল ২২ ব্যাটালিয়নের সিপাহী মোহাম্মদ মেহেদী হাসান শ্রেষ্ঠ শ্যুটার নির্বাচিত হয়েছেন। বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুম পিএসসি সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি