ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪

ফরিদপুরে মুক্তিযোদ্ধা পরিবারের দোকানঘর দখলের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০৭, ৩ সেপ্টেম্বর ২০২০

ফরিদপুরের সদরপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারের দোকানঘর জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে দোকানের ভাড়াটিয়ার বিরুদ্ধে। উপজেলার আকটেরচর ইউনিয়নের মণিকোঠা বাজারে ভাড়াটিয়া মো. জাহাঙ্গীর আলম কর্তৃক দোকানঘর দখলের ঘটনায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে। 

মুক্তিযোদ্ধা আজিজ বরকন্তাজের মেয়ে আসমা বেগমের দোকানঘরটি উদ্ধার ও অভিযুক্তের বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।

এ সময় বক্তব্য রাখেন, মো. আরজান আলী, আজিজ বরকন্তাজ, মো. ইদ্রিস আলী, মতিউর রহমান, মো. ফকরুজ্জামানসহ অনেকে। বক্তারা অবিলম্বে দোকানঘরটি দখলমুক্ত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি