ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ১৩ মে ২০১৭ | আপডেট: ১২:২৯, ১৩ মে ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামের নাজিরহাটে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর রহমান মারা গেছেন। আহত হয়েছে কয়েকজন।
পুলিশ জানায়, শনিবার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট এলাকায় দ্রুতগতির একটি ট্রাক মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ’সময় মাইক্রোবাসের আরোহী জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর রহমানসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মারা যান ফজলুর রহমান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি