ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৩, ২১ অক্টোবর ২০২০

রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আজ বুধবার সকালে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে নগরের রাজপাড়া থানার বিলসিমলা বন্ধ গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অসুস্থ ব্যক্তি এবং জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় বাস চাপায় ডাব বিক্রেতা মারা যান। 

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরের মৃত ফিটু মিয়ার ছেলে ইমরুল হাসান (৪০) এবং রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামের মখসেদ আলী ছেলে আনারুল ইসলাম (৩৫)।

রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খান বলেন, ‘ট্রেন আসতে দেখে ইমরুল হাসান নামে অসুস্থ এক ব্যক্তি রেললাইনে শুয়ে পড়েন। এ সময় ট্রেনে কাটা পড়ে মাথা থেকে শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে নগরের রাজপাড়া থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধারের ব্যবস্থা করে। লাশের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ।’ 

ওসি বলেন, ‘ইমরুলের একটি পায়ে ক্ষত রয়েছে। পলিথিন দিয়ে ক্ষতস্থান ঢাকা পাওয়া যায়।  ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই হয়তো ওই যুবক আত্মহত্যা পথ বেছে নিতে পারেন।’

অপরদিকে বেলপুকুর থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘রাজশাহীগামী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল আরোহী ডাব বিক্রেতা আনারুলকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ডাব বিক্রেতার মৃত্যু হয়। তবে বাসের যাত্রীরা রক্ষা পান।’

ওসি জানান, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পরে বাসের চালককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় একটি মামলায় দায়ের হয়েছে।’

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি