ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ২, ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:৪১, ৭ নভেম্বর ২০২০ | আপডেট: ১০:৩২, ৭ নভেম্বর ২০২০

গাজীপুরের কালিয়াকৈরে চিলাহাটি থেকে ছেড়়ে আসা নীলসাগর ট্রেনের সাথে বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।  এই ঘটনায় ঢাকার সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।   

আজ শনিবার ভোর ৪ টা ১০ মিনিটের দিকে কালিয়াকৈরের সোনাখালি রেল ক্রসিংয়ে একটি বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ সময় ট্রেনটি বাসকে দুমড়ে দুমড়ে আধা কিলোমিটার সামনে নিয়ে আসে। এ সময় বাসের একজন যাত্রী নিহত হয়। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান আরও এক বাসের যাত্রী। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন বাসের যাত্রী। 

নীলসাগর ট্রেনের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনার পর থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস এই ঘটনার পর ট্রেনের ইঞ্জিনের সামনে বাসটি সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি