ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১১, ১২ জানুয়ারি ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন শ্রেণী পেশার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের লোকনাথ টেংকের পাড় চত্বরে সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, পৌরসভার সচিব মোঃ শামসুদ্দিন, ভোরের সাথীর সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ভুইয়া, সহ-সভাপতি ইকবাল হোসেন চন্দন ও উপদেষ্টা আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

‘মানবতার সেবায় পাশে আছি সব সময়’ এই শ্লোগানকে সামনে রেখে শহরের ২শ’ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যখনই মানবতার প্রয়োজন পড়েছে তখনই ভোরের সাথী এগিয়ে থেকে নিজেদের সাধ্যমত তাদের কল্যাণে কাজ করেছে। সমাজের বিত্তবানরা যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসে তাহলে সমাজের ছিন্নমূল ও অসহায়দের দুর্ভোগ আর থাকবে না।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি