দামুড়হুদা সীমান্তে বিপুল পরিমাণ রূপাসহ ২ পাচারকারী আটক
প্রকাশিত : ২১:৪২, ২৬ জুন ২০২১

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত থেকে প্রায় ১৫ কেজি রূপাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ জুন) বেলা ১১টার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের নওশেদ আলীর ছেলে জিসান আলী (২০) ও একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে বিপুল হোসেন(২১)।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া বিওপির বিশেষ টহল দল দর্শনা হরিবুদপুর গ্রামে অভিযান চালায়। এসময় জিসান ও বিপুলকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১৪ কেজি ৮৫০ গ্রাম (১২৭৩ ভরি) রূপা, একটি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬৮ টাকা জব্দ করে। যার আনুমানিক মূল্য ২০ লাখ ৪২ হাজার ৫৬৮ টাকা।
তিনি আরও জানান, বড় বলদিয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক জুলহাস উদ্দিন বাদী হয়ে আটকদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।
কেআই//
আরও পড়ুন