ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আশুগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৫, ২৬ জুন ২০২১

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র ও মাদকসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম শাহনুর সরকার (৩১)। শুক্রবার রাতে চরচারতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। শাহনুর সরকার ওই এলাকার মোস্তফা সরকারের ছেলে। 

শনিবার দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাবেদ মাহমুদ। 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, শাহনুর সরকারকে ধরতে অভিযান চালায় পুলিশ। এরপরে তার বাড়িতে অভিযান চালিয়ে শাহনুর সরকাকে আটক করা হয়। এসময় তার বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক ও টাকা উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, ৯ পিস ইয়াবা ও সাড়ে ১০ হাজার নগদ টাকাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের কর্তব্যে বাধা দেয়ার মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি