ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মেহেরপুরে করোনায় একদিনে ৪ জনের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৬, ২৭ জুন ২০২১

Ekushey Television Ltd.

করোনা আক্রান্ত হয়ে মেহেরপুরে একদিনে চারজনের মৃত্যু হয়েছে। রোববার ভোরে করোনা ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় সদর উপজলোর উজুলপুর গ্রামের মেরিনা খাতুন (৩৫), মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের নজরুল ইসলাম (৫৫), সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার রোকনের স্ত্রী রিনা খাতুন(৪৫) এবং দুপুর ২টার দিকে মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের জহুরা খাতুন (৯০) মারা যান। এ নিয়ে জেলায় কোরনা আক্রান্তে মোট ৪৪ জন মারা গেলেন। 

মেহেরপুর জেনালেল হাসপাতালর আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. মকলেচুর রহমান বলেন, এই প্রথম একদিনে চার জনের মারা যাবার ঘটনা ঘটলো। অধিকাংশ রুগিই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হচ্ছেন। শারীরিক জটিলতা দেখা মাত্রই হাসপাতালে ভর্তি হবার আহবান জানান তিনি। কারণ হাসপাতাল অক্সিজেনের কোন ঘাটতি নেই। এক সাথে ১শ জনের বেশি রোগীকে অক্সিজেন দেওয়া সম্ভব। 

তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে ৩৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আটজনের অবস্থা সংকটাপন্ন। আমাদের সাধ্য অনুযায়ী চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। এছাড়া করোনা সিমটম নিয়ে আরও ১৬ জন রোগী ভর্তি আছে। রোববার পর্যন্ত মেহেরপুরে কোনা আক্রান্তের হার ৪৪ শতাংশ। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি