ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

নবাবগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৮ জনকে জরিমানা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৬, ২৮ জুন ২০২১

Ekushey Television Ltd.

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় লকডাউনের প্রথমদিনে স্বাস্থ্যবিধি অমান্য করায় ঢাকার নবাবগঞ্জে ২৮ জনকে ১৯ হাজার ২’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সদর বাগমারা ও নবাবগঞ্জ বাজারে দোকানপাট খোলা রাখার অপরাধে ব্যবসায়ীদের এবং হেলমেট ও মাস্ক ছাড়া মোটরসাইকেল চালানো ও স্বাস্থ্যবিধি অমান্য করায় পথচারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুন কৃষ্ণ পাল।

অভিযান শেষে নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুন কৃষ্ণ পাল বলেন, সরকারি কঠোর বিধি-নিষেধ ও লকডাউন অমান্য করে সড়কে অযথা ঘোরাফেরা ও মাস্ক ছাড়া মোটরসাইকেল চালানো সহ স্বাস্থ্যবিধি অমান্য করে দোকানপাট পরিচালনা করার দায়ে ২৮ জনকে জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশনা পালনের লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি