ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

অর্ধকোটি টাকার হেরোইনসহ তরুণী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০২, ২ জুলাই ২০২১

মাদকসহ গ্রেফতারকৃত মুক্তি পারভীন

মাদকসহ গ্রেফতারকৃত মুক্তি পারভীন

Ekushey Television Ltd.

রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় অর্ধ কোটি টাকার হেরোইনসহ মুক্তি পারভীন (১৯) নামে এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) দিবাগত রাতে উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে এই তরুণী মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত মুক্তি পারভীন গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে। সে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সে হেরোইন সরবরাহ করে আসছিল বলে দাবি র‍্যাবের।

আজ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোদাগাড়ী উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ৬শ গ্রাম হেরোইনসহ মুক্তিকে গ্রেফতার করা হয়। যার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। 

র‌্যাব জানায়, দির্ঘদিন ধরে সে মাদক কারবারে জড়িত ছিল। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সে হেরোইন সরবরাহ করে আসছিল। মাদকের কারবার করে সে অল্পদিনে প্রচুর অর্থের মালিক হয়েছে। বেশ কিছুদিন যাবৎ সে র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে ছিল। এরপর হাতে-নাতে তাকে হেরোইনসহ গ্রেফতার করা হয়।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি