ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

কলারোয়া সীমান্তে নারীসহ আটক ২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৪, ৭ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

অবৈধপথে ভারত থেকে দেশে ফিরে আসার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্তে এক নারীসহ দুই বাংলাদেশিকে আটিক করেছে বর্ডার গার্ড (বিজিবি)।

বুধবার (৭ জুলাই) ভোরে কলারোয়া উপজেলার মাদরা ও কাকডাঙ্গা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এনিয়ে, গত এক মাসে কলারোয়াসহ সাতক্ষীরা জেলা সীমান্ত থেকে ৫ মানব পাচারকারীসহ ৮৮ জনকে আটক করা হয়েছে। 

আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার বৃন্দারচর এলাকার মৃত, রাসেল শেখের মেয়ে পিংকু খাতুন (১৫) ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের মৃত, সোহেল উদ্দীনের ছেলে শরিফুল সরদার (২৪)। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন অধিনায়ক লে. কর্ণেল আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসছিল। আটককৃতদের প্রশাসনিক ব্যবস্থাপনায় কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সেখানে কোয়ারেন্টিন শেষে তাদের থানায় সোপর্দ করা হবে। 

তিনি আরও বলেন, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন ঠেকাতে বর্তমানে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি চলমান আছে।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি