ঢাকা, মঙ্গলবার   ০৩ অক্টোবর ২০২৩

কলারোয়ায় মাদরাসা শিক্ষার্থীর আত্মহত্যা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪১, ২ ফেব্রুয়ারি ২০২০

সাতক্ষীরার কলারোয়ায় ফারজানা খাতুন (১৫) নামে এক মাদরাসা পুড়ুয়া ছাত্রী আত্মহত্যা করেছে। সে উপজেলার ব্রজবাকসা গ্রামের মৎস্য চাষী ফারুক হোসেনের মেয়ে।

রোববার সকালে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছে। নিহতের কাকু মশিয়ার রহমান জানান, গত ৩১ জানুয়ারী সকালে ফারজানা পড়তে না বসায় তার মা বকা দেয়। এতে ফারজানা রাগণিত হয়ে বেলা ১১টার দিকে ঘরে থাকা মাছের ঘেরের গ্যাস ট্যাবলেট খেয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। 

পরে বাড়ীর লোকজন জানতে পেরে তাকে তাৎক্ষণিকভাবে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে নিয়ে যাওয়ার পথে শনিবার রাত ১০টার দিকে সে মারা যায়। এ ঘটনায় রোববার সকালে কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি