ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

খাটের নিচে মিলল ৬ কেজি গাঁজা, গ্রেফতার ১ 

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ০০:৩২, ১১ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ছয় কেজি গাঁজাসহ জাইদা খাতুন (৩৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার (১০ জুলাই) রাতে তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। জাইদা বেনাপোল পোর্ট থানার সরবাংহুদা গ্রামের আলী হোসেনের স্ত্রী। 

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে পোর্ট থানার এসআই রোকনুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে সরবাংহুদা গ্রামে আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের খাটের নীচে থেকে ছয় কেজি গাঁজাসহ জাইদাকে গ্রেফতার করা হয়। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে রোববার সকালে যশোর আদালত পাঠানো হবে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি