ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে ৮শ’ কর্মহীনদের মাঝে সেনাবাহিনীর খাবার বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২১, ১৩ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

সেনা সদস্যদের প্রতিদিনের আহার থেকে কিছুটা সাশ্রয় করে করোনা মহামারীতে কর্মহীন ঠাকুরগাঁওয়ের ৮শ’ গরীব দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন-রংপুর এরিয়া।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রোড ডিগ্রী কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন, ২২২ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবেদীন।  

এসময় তিনি বলেন, সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার সার্বিক তত্বাবধানে অপারেশন কোভিড শিল্ড (পর্ব-২) এর আওতায় দেশে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত গরীব দুস্থ ও অসহায় মানুষের মাঝে এসব মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে। 

এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বখতিয়ার উদ্দিন।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি