বাগেরহাটে অসহায়দের জন্য সোনালী ব্যাংকের আর্থিক সহায়তা
প্রকাশিত : ১৮:৫২, ৩ আগস্ট ২০২১

বাগেরহাটে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের দেয়া লকডাউনে কর্মহীন খেটে খাওয়া অসহায় ও দুঃস্থ মানুষদের আর্থিক সহায়তা দিয়েছে সোনালি ব্যাংক।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমানের কাছে অসহায়দের জন্য ৬ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন সোনালী ব্যাংক, বাগেরহাটের এজিএম সেখ আল মামুন। এসময় সোনালী ব্যাংক লিঃ এর এসপিও আহসান আলী উপস্থিত ছিলেন।
এজিএম শেখ আল মামুন বলেন, করোনার ফলে লকডাউনে সারাদেশের হতদরিদ্র, কর্মহীন হয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্টিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সোনালী ব্যাংক লিঃ সিআরএস বাজেট হতে আর্থিক সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাট জেলায় ৩২৫ জন মানুষকে জেলা প্রশাসনের মাধ্যমে এ সহায়তা দেয়া হচ্ছে। যা আগামি বৃহস্পতিবার থেকে শুরু করে ১৬ আগষ্টের মধ্যে দেয়া সম্পন্ন হবে।
কেআই//
আরও পড়ুন