ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

বাগেরহাটে নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা মোকাবিলা সভা 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০২০

বাগেরহাটে নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা মোকাবিলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা বাদাবন সংঘের আয়োজনে ইউনাইটেড নেশনস ট্রাষ্ট ফান্ডের সহযোগিতায় এই অবহিতরকরণ সভা অনুষ্ঠিত হয়। 

বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেব প্রসাদ পাল। 

সভায় বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, জেলা পরিষদের সদস্য শরিফা খানম, প্রানী সম্পদ কর্মকর্তা ডা.লুৎফর রহমান, বেসরকারী উন্নয়ন সংস্থা বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান, সাংবাদিক বাবুল সরদার, বিষ্ণু প্রসাদ চক্রবর্তীসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী ব্যক্তিবর্গ। 

আয়োজকরা জানান, বাগেরহাট জেলার দুটি উপজেলার চারটি ইউনিয়নে নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা মোকাবিলার জন্য সচেতনতামূলক কাজ শুরু করা করছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন। 

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাংস্কৃতিক মূল্যেবোধকে জাগ্রত করতে হবে। পাশাপাশি নারীদের মান সম্মত শিক্ষা অর্জন করতে হবে।

কেআই/এসি


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি