ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

ধামইরহাটে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও চারা বিতরণ 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩০, ৭ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

নওগাঁয় কঠোর লকডাউন চলাকালীন অবস্থায় কর্মহীন হয়ে পড়া আশ্রয়ন কেন্দ্রে বসবাসকারীদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার নওগাঁ ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের বৈদ্যবাটি আশ্রয়ন কেন্দ্রে সরকারিভাবে প্রধানমন্ত্রীর দেয়া পাকা বাড়িতে অবস্থানরত কর্মহীনদের মাঝে ১০ কেজি করে চাল ও ১ কেজি করে তেল, মসুর ডাল, লবন ও একটি করে সাবান বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইব্রাহীম। তিনি প্রকল্প এলাকায় ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন এবং প্রতিটি পরিবারে দুটি করে গাছের চারা উপহার দেন। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন উপস্থিত ছিলেন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি