পাবনায় চালু হল কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ও আইসিইউ
প্রকাশিত : ২০:৩৪, ৭ আগস্ট ২০২১

পাবনা জেনারেল হাসপাতালে চালু হয়েছে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। শনিবার হাসপাতাল চত্বরে নবনির্মিত অক্সিজেন ট্যাংকারে অক্সিজেন পূর্ণ করার পর এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি।
এখন করোনা আক্রান্তসহ যে কোন মূমূর্ষু রোগী পাবনাতেই আইসিইউ, ভেন্টিলেটর, হাই-ফ্লো-ন্যাজাল ক্যানোলার মাধ্যমে উচ্চ প্রবাহের অক্সিজেন সেবা পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, তরল অক্সিজেন না থাকায় সব ধরণের সুযোগ থাকা সত্ত্বেও পাবনা হাসপাতালে উচ্চ প্রবাহের অক্সিজেন ও আইসিইউ সেবা পাচ্ছিলেন না রোগীরা। প্রতিদিন অক্সিজেনের অভাবে মারা যাচ্ছিলেন সংকটাপন্ন রোগীরা। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে শনিবার তরল অক্সিজেন পাঠায় ঠিকাদারী প্রতিষ্ঠান।
কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ও চার শয্যার আইসিইউ সেবা চালু হওয়ায় এখন থেকে পাবনাতেই উন্নত সেবা পাবেন রোগীরা। এসময় উপস্থিত ছিলেন, কোভিড ওয়ার্ড এর দায়িত্বরত চিকিৎসক মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডাঃ সালেহ মোহম্মদ আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক জাহেদী হাসান রুমীসহ জ্যেষ্ঠ চিকিসক ও হাসপাতালের প্রশাসনিক দায়িত্বরত সকল কর্মকর্তা এসমময় উপস্থিত ছিলেন।
সেন্ট্রাল অক্সিজেন পূর্নাঙ্গভাবে চালুর বিষয়ে সহকারী পরিচালক ডাঃ কে এম আবু জাফর বলেন, এখন আমাদের আইসিইউসহ প্রতিটি ওয়ার্ড এ অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে। হাসপাতালে লোকবল সংকট রয়েছে তবু চালিয়ে নিতে হবে আমাদের সেবার কার্যক্রম। এই ক্ষেত্রে চিকিৎক ও স্বাস্থ্যকর্মীদের কাজের চাপ অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তবে সব মিলিয়ে দীর্ঘ সময়ে পরে অবশেষে এই সেন্ট্রাল প্লান্টে অক্সিজেন চালু হওয়াতে সাধারণ রোগীদের আর চিন্তা করতে হবে না।
অক্সিজেন প্লান্ট উদ্বোধন নিয়ে কথা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অবদান এই অক্সিজেন প্লাট করে দেয়ার জন্য। অনেক গুরুত্বপূর্ণ রোগী অক্সিজেনের অভাবে তাদের বাহিরে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়া হতো। এখন এখানেই সাধারণ মানুষ সেবা পাবে। অন্য কোন বিষয় না হলে অক্সিজেন ঘাটতির কারণে কোন রোগীকে আর জেলার বাহিরে চিকিৎসা নিতে হবেনা।
করোনার মহামারিতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসির সুচিকিৎসার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। দেশব্যাপী গণ টিকার কার্যক্রম শুরু করেছেন। সকল মানুষ যাতে টিকা নিয়ে নিরাপদে স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেই জন্য গ্রামগঞ্জে সহজ উপায়ে টিকা দেয়া হচ্ছে। তাই সকলে স্বাস্থ্য বিধি মেনে সরকারকে সহযোগিতার করা কথা বলেন তিনি।
কেআই//
আরও পড়ুন