ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

গুরুদাসপুরে পিকআপ ভ্যান উল্টে ৫ জন নিহত

নাটোর প্রতিনিধ

প্রকাশিত : ১৪:৫২, ৮ আগস্ট ২০২১ | আপডেট: ১৪:৫৭, ৮ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা টোল প্লাজা এলাকায় পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) দুপুর দেড়টায় বিষয়টি নিশ্চিত করেন গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার তমাল হোসেন।

ইউএনও জানান, ঢাকায় যাওয়ার জন‌্য পিকআপ ভ্যানটি বনপাড়া বাইপাস থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। এসময় কাছিকাটা এলাকায় পিকআপ ভ্যানটি অন‌্য একটা যানকে অভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা।

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি