অবশেষে ফেনীতে চালু হলো অক্সিজেন প্লান্ট
প্রকাশিত : ২৩:৫৯, ৮ আগস্ট ২০২১

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর উদ্ধোধনের মাধ্যমে ফেনী জেনারেল হাসপাতালে চালু হলো ৬ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন লিকুইড অক্সিজেন প্লান্ট।
রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এই প্লান্টের উদ্ধোধন করেন।
পরে এসপেক্টা অক্সিজেন লিমিটেডের ট্যাংকার থেকে হাসপাতালে তরল অক্সিজেন সরবরাহ শুরু হয়। এর আগে গত ১৯ জুলাই পরীক্ষামূলকভাবে প্লান্টে অক্সিজেন রিফিল করা হয়। প্রকল্পটি বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়ন করে ইউনিসেফ। আজ হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয় ইউনিসেফ। এটি সচলের ফলে হাসপাতালের ২৫০ শয্যায় নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করা যাবে। অক্সিজেন সংকটে অন্তত কোন রোগী ঢাকায় অথবা চট্টগ্রামে যেতে হবে না। এই কারণে মৃত্যুর হার যেমন কমবে তেমনি অক্সিজেনের জন্য দুরদুরান্তের ছুটাছুটির ভোগান্ত বন্ধ হবে।
হাসপাতাল সূত্র জানায়, করোনা ইউনিটে গড়ে প্রতিদিন তিন থেকে চারগুণ রোগী ভর্তি থাকছেন। ভর্তি থাকা সকল রোগীকেই অক্সিজেন সেবা দেয়া হচ্ছে। করোনায় আক্রান্ত ও উপসর্গে ভর্তি রোগীর চাপ সামলাতে ডাক্তার-নার্সদের হিমশিম খেতে হতো। এতদিন ৩৯০টি ছোট এবং ১৬০টি বড় অক্সিজেন সিলিন্ডার দিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হতো। এখন আর সেই সমস্যা থাকবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, সদর হাসপাতালের তত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী, সিভিল সার্জন রফিক উস সালেহিনসহ প্রমুখ।
এ ব্যাপারে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনীতে করোনায় প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেনের চাহিদা। অক্সিজেন প্লান্ট চালুর ফলে অন্তত মৃত্যু হার কম দেখতে হবে বলে জানান।
কেআই//
আরও পড়ুন