ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

সিলেট বিভাগে করোনায় আরও ২১ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ১২ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের তথ্যমতে বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬৭ জন আর সুস্থ হয়েছেন ৫৯২ জন। 

গত একদিনে মৃত ২১ জনের মধ্যে সিলেট জেলার ১৯, সুনামগঞ্জের ১ ও হবিগঞ্জ জেলার ১ জন বাসিন্দা রয়েছেন। এর আগেরদিন সিলেট বিভাগে করোনায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৮৬৫ জনের। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৯৬, সুনামগঞ্জের ৬০, হবিগঞ্জের ৪৩ ও মৌলভীবাজার জেলার ৬৬ জন রয়েছেন। 

এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫৬৭ জন, আগেরদিন আক্রান্তের সংখ্যা ছিলো ৫৫৭জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার সর্বোচ্চ সংখ্যক ৩৫৯, সুনামগঞ্জে ৫৩, হবিগঞ্জে ৫৫ ও মৌলভীবাজার জেলায় ১০০ জন রয়েছেন।

বিভাগে গত ২৪ ঘন্টায় মোট ১ হাজার ৮৬৩ জনের করোনা পরীক্ষায় ৫৬৭ জন শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩০ দশমিক ৪৩ শতাংশ, আগেরদিন এর হার ছিলো ২৯ দশমিক ৬ শতাংশ। এনিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৫৭৮। 

অপরদিকে গত ২৪ ঘন্টায় বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৯২ জন। এনিয়ে সিলেট বিভাগে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেন ৩৫ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩৬ জন, যা আগেরদিন ছিলো ৮২ জন, এর আগেরদিন ছিলো ১৩৬ জন,এ নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন  হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছেন ৪৬৪ জন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি