ঢাকা, রবিবার   ২৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জোড়া খুনের আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন 

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩২, ১৩ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের আলোচিত জোড়া খুনের আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাইচাইল এলাকায় এ কর্মসূচি পালন করে স্থানীয়রা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কাইচাইল ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, নিহতের স্বজন ড. আসমা শহিদ, গোলাম রসুল বিপ্লব প্রমুখ। বক্তারা আলোচিত এ জোড়া খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।

পরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মহাসড়ক থেকে শুরু কয়ে কাইচাইল মডেল স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১০ আগষ্টপূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে ব্যাংক কর্মকর্তা রওশন আলী মিয়া ও কলেজ ছাত্র তুহিনকে। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে একটি মামলা দায়ের করে। মামলার আসামীরা বর্তমানে জামিনে রয়েছেন। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি