ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

লোহাগাড়ায় ২১ আগষ্ট স্মরণে আলোচনা ও দোয়া 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২২, ২২ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

ভয়াবহ একুশে আগস্টে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ। শনিবার (২১ আগষ্ট) বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা এরশাদুল হক চৌধুরী ভেট্রু'র সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু। এতে প্রধান বক্তা ছিলেন, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। 

এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, কার্যনির্বাহী সদস্য সলিল কান্তি বড়ুয়া, মামুন-উর রশিদ চৌধুরী, নুরুল আবছার, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজত উল্লাহ, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক চৌধুরী, দক্ষিণ জেলা তাঁতী লীগের সদস্য আব্দুল আলীম, জাতীয় শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মো. হোসেন মাসুম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকরাম হোসেন আসলাম ও যুবলীগ নেতা শহীদুল হক শহীদ। 

আলোচনা সভা শেষে একুশে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মাসুক উদ্দিন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি