নানা কর্মসূচির মধ্য দিয়ে হিলিতে ২১ আগষ্ট পালিত
প্রকাশিত : ২৩:৪৩, ২২ আগস্ট ২০২১

'বঙ্গবন্ধুর বাংলায় সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন ঠাই নাই' এই স্লোগানে দিনাজপুরের হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে হাকিমপুর পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার রাত সাড়ে ৭টায় হিলি বাজারস্থ খাদ্যগুদাম চত্বরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
'বঙ্গবন্ধুর বাংলায় সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন ঠাই নেই' জানিয়ে বক্তারা বলেন, বিএনপি জামায়াতসহ স্বাধীনতা বিরোধিরা একত্রিত হয়ে আজকের এই দিনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করতে তার উপর গ্রেনেড হামলা করেছিল। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী ও তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের আত্নত্যাগের বিনিময়ে তিনি বেচে গেছেন। কিন্তু সেই দিনে অনেক আওয়ামী লীগ নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। তাই এর সাথে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে স্বাধীনতার ৫০ বছরেও দেশ থেকে এখনো নিমূল হয়নি ঘাতকরা। তারা সমাজে এখনো ঘাপটি মেরে বসে আছে। সুযোগ ফেলে তারা আবারো মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে। তাই আমাদের সকলকে সজাগ থাকতে হবে, একত্রিত থাকতে হবে। আলোচনা সভা শেষে ওই দিনে নিহতদের রুহের মাগফেরাত ও শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
হাকিমপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, প্রবীন আওয়ামীলীগ নেতা আশরাফ আলী প্রধান, আনছার আলী, ওমর আলী, আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ টুকুসহ অনেকে।
কেআই//
আরও পড়ুন