ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

পারমিতা চাকমার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ২৩ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

খাগড়াছড়ি সদরের দক্ষিণ খবংপড়িয়ার বাসিন্দা ও শিশু কল্যাণ সংঘ আবাসিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পারমিতা চাকমার (৫৫) অন্ত্যেষ্টিক্রিয়ায় এগিয়ে এল কোয়ান্টাম খাগড়াছড়ির স্বেচ্ছাসেবী দল। গত ২৩ আগস্ট রাত ২টায় খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। 

খাগড়াছড়ি পার্বত্য জেলার সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশের সূত্রমতে ও দিকনির্দেশনায় মৃতের আত্নীয় শাশ্বতী দেওয়ানের আহ্বানে কোয়ান্টাম ফাউন্ডেশন খাগড়াছড়ির অন্ত্যেষ্টিক্রিয়ার টিম লিডার বাবু অংক্যমং মারমার নেতৃত্বে কোয়ান্টাম ফাউন্ডেশন খাগড়াছড়ির স্বেচ্ছাসেবীরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। 

২৩ আগষ্ট দুপুর ১টায় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে যথাযথ ধর্মীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হয়।

করোনা মহামারীকালীন এই সহযোগিতার জন্য কোয়ান্টাম ফাউন্ডেশন ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মৃতের আত্নীয় শাশ্বতী দেওয়ান ও রিপুল চাকমা।

উল্লেখ্য, গত বছর থেকেই করোনায় মৃতদেহ দাফন বা সৎকারে সেবা দিয়ে যাচ্ছে দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের দেড় হাজারের অধিক স্বেচ্ছাসেবী। এখন পর্যন্ত ৫৯৬৪টি মৃতদেহের স্ব-স্ব ধর্মীয় মর্যাদায় মমতার পরশে শেষ বিদায় সেবা দেওয়া হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি